স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ। আর্তমানবতার সেবায় ৩১ জানুয়ারি শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের পাঠানটুলী কবরস্থান সংলগ্ন পশ্চিম আইলপাড়া এলাকায় প্রায় অর্ধশতাধিক নারী ও পুরুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে গরীবদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন ও স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েস। এছাড়াও মানবিক এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মরহুম আব্দুল আলী ফকির স্মৃতি সংসদের প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা সার্চ, ৮নং ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মুন্না প্রধান, সদস্য সচিব কাজী উকিল ও স্বেচ্ছাসেবক সমাজকর্মী মো. ইমতিয়াজ ভূঁইয়া সহ অন্যান্য।
গরীব অসহায় মানুষগুলো কম্বল পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং মানব কল্যাণ পরিষদের স্বেচ্ছাসেবক সদস্যদের জন্য আন্তরিক ভাবে দোয়া করেন।