প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২২, ৭:৪৬ অপরাহ্ণ
গাইবান্ধায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
নগর সংবাদ।।গাইবান্ধায় করতোয়া এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (২৩) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪) জুন দুপুর পৌনে ১২টার দিকে শহরের মাইক্রাবাস স্টান্ডের অপরপাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থনীয়রা জানান, দুপুরে করতোয়া এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে বুড়িমারী যাচ্ছিল। ট্রেনটি গাইবান্ধা পৌর কবরস্থান এলাকায় মাইক্রোবাস স্ট্যান্ড অতিক্রমের সময় অজ্ঞাত ওই নারী ট্রেন থেকে পড়ে যান। তবে তিনি লাফ দিয়েছেন নাকি পড়ে গিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা. শিহাব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.