গাইবান্ধায় লুনা জাহান শ্রাবন্তী (৩২) নামের এক শিক্ষানবিশ আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে শহরের শাপলামিল এলাকায় নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শ্রাবন্তী গাইবান্ধা জেলা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী। তিনি ওই এলাকার মিলন মিয়ার স্ত্রী। মিলন মিয়া শহরের ফুল ব্যবসায়ী।
স্থানীয় ও স্বজন সূত্র জানায়, দুই সন্তানের জননী শ্রাবন্তী মঙ্গলবার সারাদিন অফিস শেষে সন্ধ্যার দিকে বাসায় আসেন। এসে পোশাক পাল্টানোর জন্য শয়নকক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। এ সময় ফ্যানে গলার ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান শ্রাবন্তী।
গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুল ইসলাম বলেন, তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে আসল ঘটনা নিশ্চিত হওয়া যাবে।