নগর সংবাদ,,হেলেনা আক্তার গাজীপুর ।।গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় গরীব এন্ড গরীব কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর কতৃক জোর পূর্বক ভবন দখলে রাখা ১৪ মাসের বকেয়া ভাড়া পরিশোধ ও প্রভাবশালী ব্যক্তি কতৃক হুমকির প্রতিবাদে ২১ মার্চ সোমবার বিকালে উক্ত ভবন আলহাজ্ব হাফিজ উদ্দিন চৌধুরীর কমপ্লেক্সের সামনে সংবাদ সম্মেলন করেছেন ভবন মালিক আলহাজ্ব হাফিজ উদ্দিন চৌধুরীর ছেলে আলহাজ্ব মুসফিকুর হাফিজ চৌধুরী (শোভন) সংবাদ সম্মেলনে শোভন বলেন গরীব এন্ড গরীব সোয়েটার কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টর নাজমুল হক ভূঁইয়া ২০০৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ভবনের ৬ টি ফ্লোর ভাড়ার চুক্তি বলবৎ ছিল। গরীব এন্ড গরীব সোয়েটার কোম্পানির সাথে চুক্তির মেয়াদ শেষ হলে নতুন একটি কোম্পানির সাথে উক্ত ৬ টি ফ্লোর ভাড়ার চুক্তি করেন শোভন চৌধুরী। গরীব এন্ড গরীব সোয়েটার কোম্পানির চুক্তি শেষ হওয়াতে তাদের বার বার ফ্লোর ছেড়ে দেওয়ার জন্য তাগিদ দিলে তিনি ৬ টি ফ্লোরের মধ্যে ৫ টি ফ্লোর ছেড়ে দিলেও এখনও জোরপূর্বকভাবে নিচতলার ফ্লোর ছাড়ছেন না গরীব এন্ড গরীব সোয়েটার কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর নাজমুল হক ভূঁইয়া। উল্টো আলহাজ্ব হাফিজ উদ্দিন চৌধুরীর পরিবারকে বার বার হুমকি দিতে থাকেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। অভিযোগ তুলে শোভন চৌধুরী আরো বলেন, গত ২০ মার্চ রবিবার সন্ধ্যার পরপারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠান আলহাজ্ব হাফিজ উদ্দিন চৌধুরী কমপ্লেক্সের নিচতলায় একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে ভবনের উত্তর পশ্চিমের গেট ভেঙ্গে ফেলে।( যার সিসিটিভির ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে) এরপর সন্ত্রাসী বাহিনী আলহাজ্ব মুসফিকুর হাফিজ চৌধুরী কে খুঁজে না পেয়ে তাকে এবং তার পরিবারের লোকজনদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। তিনি বিজিএমইএতে লিখিত অভিযোগ করেন বিজিএমইএ নিচতলা ছেড়ে দিতে বললেও গরীব এন্ড গরীব সোয়েটার কোম্পানির মালিক জোরপূর্বক ও ইচ্ছে করেই ফ্লোর ছেড়ে দিতে চাইছেন না। তিনি লোকসান দেখিয়ে এবং ভবনের নিচতলায় রাখা মালামাল কি করে সরাতে পারছেন না বলে বার বার সময় চেয়ে দীর্ঘদিন থেকেই যাবার একরকম চিন্তা করছেন এবং বিল্ডিংয়ের মালিক হওয়ার চেষ্টা করছেন বলে শোভন চৌধুরী বলেন। গরীব এন্ড গরীব সোয়েটার কোম্পানি লিমিটেডের মালিকের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন হাজী সাহেবের সাথে আমার সম্পর্ক অনেক ভাল। হাজী সাহেব তো কোন কিছু বলছেন না। তার ছেলে শোভন জোর করে আমাদের কে বের করে দিতে চাইছেন। এতো লোকসানের পরে আমি এখন কোথায় যাব আপনারাই বলেন।