প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৪, ২০২১, ১০:২৮ অপরাহ্ণ
ঘাতক মোশতাক ক্ষমতার লোভে জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারকে নিশ্চিহ্ন করেন-এমপি খোকা।
নগর সংবাদ।। ঘাতক মোশতাক ক্ষমতার লোভে জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারকে নিশ্চিহ্ন করেন-এমপি খোকা।
২৪ আগষ্ট মঙ্গলবার ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় সাদীপুর ইউনিয়ন গঙ্গাপুর বাজারে জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, স্হানীয় জাতীয় পার্টির সভাপতি ও চেয়ারম্যান পদ প্রার্থী আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থেকে নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা ,
প্রধান অতিথি লিয়াকত হোসেন খোকা এমপি বলেন ১৯৭৫ সালের ভয়াবহ ১৫ আগষ্টে বিশ্বাসঘাতক খন্দকার মোশতাক বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ ছিলেন সেই ঘাতক মোশতাক ক্ষমতার লোভে বঙ্গবন্ধু সহ তার পরিবারকে নিশ্চিহ্ন করন এবং সাময়িক ক্ষমতা দখল করেন সেই ৭৫ সাল থেকে আজকে ২০২১ সালে পর্যন্ত হাজারো মোশাতাকের আবির্ভাব ঘটেছে এই ঘাতক মোশতাকের প্রেতাত্মার কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে । উক্ত শোক দিবসের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নুর হোসেন মেম্বার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় সমাজ কল্যান সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আবুল হোসেন, স্হানীয় জাতীয় পার্টি নেতা আলী আকবর, জাকির মেম্বার, আমির আলী মেম্বার, মাইনুদ্দিন,মেম্বার কাসেম মেম্বার , জাতীয় পার্টি নেত্রী রুমা বেগম, নাসরীন আক্তার পান্না, শিল্পী আক্তার, ইসমাইল মেম্বার, রফিক মেম্বার,নুরুজ্জামান মেম্বার।।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.