প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ৯:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২১, ১২:৩১ পূর্বাহ্ণ
ঘুড়ি প্রতীক পেয়ে রবিনের আনুষ্ঠানিক প্রচারনা শুরু
ঘুড়ি প্রতীক পেয়ে রবিনের আনুষ্ঠানিক প্রচারনা শুরু
নগর সংবাদ || মোঃ জাহিদুল ইসলাম চৌধুরী || নির্বাচন কমিশনের অফিস থেকে প্রতীক বরাদ্দ পেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের জন্য আনুষ্ঠানিক প্রচারনা শুরু করেন রবিন হোসেন। আজ মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রবিন ঘুড়ি প্রতীক পেয়ে এলাকাবাসী সমর্থক, মুরুব্বি, তরূণদের নিয়ে নিজ মহল্লায় জনসংযোগ শুরু করেন এবং সবার কাছে ভোট পার্থনা করেন। প্রতীক পেয়ে মো রবিন হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন, দরিদ্র মুক্ত সুন্দর সমাজ, উন্নয়ন এবং নতুন কর্মস্থান সৃষ্টির চেষ্টা করব। তিনি আরো বলেন, আপনারা জানেন কোভিড -১৯ এর সময় মানুষ কর্মহীন হয়ে পরে, ঐ সময় আমি আমার সাধ্যমতো মানুষের সেবা করার চেষ্টা করেছি, আসহায়দের পাশে ছিলাম এবং আগামীতেও সবার ভালবাসায় পাশে থাকতে চাই। উল্লেখ, আজ ২৮শে ডিসেম্বর ২০২১ সকালে জেলা নির্বাচন অফিস থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তারের নির্দেশনায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ইুসুফ উর রহমান নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.