শুক্রবার ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১২:২৯
শিরোনামঃ
বিজয়া দশমীতে পূজা অর্চনার পর চলছে প্রতিমা বিসর্জন। ১০ তম বর্ষে ভাবনা ও প্রতিমার জন্য ছিনিয়ে নিলো সেরা” প্রতিমা সম্মান ২০২৫। সাধক আরিফ দেওয়ানের -জীবন নিয়ে কিছু কথা। মহাজাতি নগর সার্বজনীন দুর্গোৎসব শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫। নারায়ণগঞ্জে সর্বত্র প্রতিমা বিসর্জনের পূর্বে ছিলো সিঁদুর খেলা নাগরিক পার্টি (এনসিপি) পছন্দের প্রতীক ‘শাপলা’ পাচ্ছে না-বিকল্প প্রতীকের অপশন দিলো ইসি। নবমীর রাতে, কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ারে, “অপারেশন সিঁদুর ” দেখার জন্য মানুষের ঢল। নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজামণ্ডপ পরিদর্শন করে বলেন,বিসর্জনের সময় পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে মনিটরিং করা হবে-কোস্টগার্ড মহাপরিচালক,মো. জিয়াউল হক আড়াইহাজারে ডাকাতির অভিযোগে গণপিটুনি যুবক নিহত সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’আগামী ২৪ ঘণ্টার সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৭, ২০২১, ১:১২ পূর্বাহ্ণ
  • ৫০১ ০৯ বার দেখা হয়েছে

নগর। সংবাদ।।ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’আগামী ২৪ ঘণ্টার সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে-আবহাওয়া অধিদপ্তর। ।

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। এটি এখন লঘুচাপে পরিণত হঘূর্ণিঝড় ‘জাওয়াদ’আগামী ২৪ ঘণ্টার সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।য়ে অবস্থান করছে বাংলাদেশের উপকূলে। আরও দুর্বল হয়ে নিঃশেষ হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে লঘুচাপের প্রভাবে বজ্র মেঘ তৈরি অব্যাহত থাকায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও দুর্বল হয়ে লঘুচাপ আকারে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরও দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়বে।

এতে বলা হয়, লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

অন্যদিকে সোমবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এসময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ ছাড়া সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এসময় সবচেয়ে বেশি ১৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে যশোরে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell