প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৩, ৯:৪৮ অপরাহ্ণ
ঘূর্ণিঝড়: পাঁচ শিক্ষাবোর্ডে (১৪ মে) এসএসসি পরীক্ষা স্থগিত
ঘূর্ণিঝড়: পাঁচ শিক্ষাবোর্ডে (১৪ মে) এসএসসি পরীক্ষা স্থগিত
ঘূর্ণিঝড় মোখার কারণে পাঁচ শিক্ষাবোর্ডে রোববারের (১৪ মে) এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১২ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানান।
তিনি জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৩-এর চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী ১৪ মে রোববার অনুষ্ঠেয় পরীক্ষাসমূহ স্থগিত করা হলো।
অন্যান্য বোর্ডসমূহের উক্ত তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.