প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ১১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৩, ১:৩৭ পূর্বাহ্ণ
চট্টগ্রামে গৃহবধূকে গলা কেটে হত্যা স্বামী পলাতক
চট্টগ্রামে গৃহবধূকে গলা কেটে হত্যা স্বামী পলাতক
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে রাবেয়া বেগম (২৬) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী মো. জামিন পলাতক বলে জানিয়েছে পুলিশ।
রাবেয়া বেগম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা। আর জামিন কিশোরগঞ্জের বাসিন্দা হলেও স্ত্রীকে নিয়ে হালিশহর ‘এ’ ব্লকের শিশু পল্লী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আবদুল মালেকের বাসায় ভাড়া থাকতেন।
শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.