প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ৫:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২১, ১২:৩০ পূর্বাহ্ণ
চট্টগ্রামে শিশু গৃহকর্মী নির্যাতন, চিকিৎসক আটক।
নগর সংবাদ।। সুমনসেন চট্টগ্রাম প্রতিনিধি- চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নাহিদা সুলতানা নামে এক চিকিৎসককে আটক করেছে পুলিশ,আজ বৃহস্পতিবার (২২শে জুলাই) রাতে শিশুটিকে মোহরা এলাকা থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ছোট বিষয় নিয়ে শিশুটিকে মারধর ও চুল কেটে দেন ওই চিকিৎসক। শিশুটির চোখের নিচ, গলা ও হাতসহ বিভিন্নস্থানে জখমের চিহ্ন রয়েছে। ভুক্তভোগীর বাবার অভিযোগ, তার মেয়েকে নির্যাতন করে আটকে রাখা হয়েছে। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে নির্যাতনকারী চিকিৎসকের বাবার বাড়ি মোহরা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.