চট্টগ্রাম প্রতিনিধি।।
বুধবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সিরাজাম মুনীরা আদেশ দেন। একই রায়ে আদালত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি মামলায় লাশগুমের ধারায় দুই আসামির প্রত্যেককে তিন বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
দণ্ডিত দুজন হলেন- মো. ফরহাদ (৩২) ও সেলিম মনির (৩৭)। তাদের দুজনেরই বাড়ি ভোলা জেলায়। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
তিনি বলেন, স্ত্রী খুনের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত স্বামী ফরহাদ ও তার মামা সেলিম মনিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই রায়ে আদালত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তাছাড়া লাশ গুম করার অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেক আসামিকে তিন বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
২০২০ সালের ২১ সেপ্টেম্বর জেসমিনকে গলা টিপে হত্যা করে মরদেহ ঝোপঝাঁড়ে ফেলে চলে যান ফরহাদ। পরে ২ অক্টোবর পুলিশ জেসমিনের অর্ধগলিত লাশ উদ্ধার হয়। ২০২২ সালের ১৭ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচারকাজে ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দিয়েছেন।