চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামে নাছিমা আকতার নামে এক গৃহবধূকে হত্যার পর মরদেহ ৫ দিন ঘরে তালাবদ্ধ রেখে পালিয়ে থাকা স্বামী মো. নাছিরকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার গুণদ্বীপ এলাকার গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পতেঙ্গা থানা পুলিশ। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়
পারিবারিক কলহের জেরে গত ২ ডিসেম্বর রাত ১১টার দিকে ভিকটিমকে হত্যা করে ঘরে তালা দিয়ে গ্রামের বাড়ি আনোয়ারায় আত্মগোপন করেছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেফতার নাছির
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।তিনি বলেন, ৭ ডিসেম্বর সন্ধ্যায় পতেঙ্গা মডেল থানার বিজয়নগর কাঁচাবাজার মোড়ের একটি তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে বলে খবর পায় পুলিশ।
এরপর ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ ঘরটির তালা ভেঙে ভাড়াটিয়া নাছিমা আকতারের অর্ধগলিত মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ ভিকটিমের স্বামী মো. নাছিরের অবস্থান শনাক্ত করে রোববার দিনগত রাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতি এবং আনোয়ারা থানায় একটি মামলা রয়েছে।