লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে মুনিরুল ইসলাম নামে পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) সদস্যকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে চুনতি বনবিভাগ রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মুনিরুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কোতোয়ালী জোন সিটিএসবিতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে ১০ হাজার ইয়াবাসহ মনিরুল ইসলাম নামে এক সিটিএসবির সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মনিরুল ইসলাম মোটরসাইকেলে কক্সবাজার থেকে চট্টগ্রাম দিকে যাচ্ছেন। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। থানায় মাদক মামলা রেকর্ড করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।