চট্টগ্রাম পরিষদের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো যাদবপুর সুপার মার্কেট কার্যালয়ে।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”
রবিবার ৯ই ২০২৫ফেব্রুয়ারি, বিকেলে চারটায় যাদবপুর সুপার মার্কেটে আয়োজিত এই অনুষ্ঠানে পরিষদের পদাধিকারী, সদস্য ও বেশ কয়েকজন শিল্পী সাহিত্যিক, সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আয়োজন। এই অনুষ্ঠানে স্মরণ করা হয় কিশোর কবি সুকান্ত ও কিংবদন্তি গীতিকার ও সুরকার সলিল চৌধুরী কে। শুরুতে ছিল রাজদীপ্তী মিত্রর কণ্ঠে দেশাত্মবোধক ভাবনায় উদ্বোধনী সঙ্গীত। তারপর চারটি প্রতিকৃতি মাস্টার দা সূর্যসেন, কিশোর কবি সুকান্ত, সুরস্রষ্টা ও গীতিকার সলিল চৌধুরী ও চট্টগ্রাম পরিষদের অন্যতম স্থপতি সরোজ রঞ্জন চৌধুরী তাঁদের ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার কার্যকরী সভাপতি পিযুষ কান্তি সেন। তিনি প্রতিষ্ঠা দিবসের প্রাসঙ্গিক বক্তব্য রাখেন, পরিষদীয় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন প্রসেনজিৎ ভৌমিক। অনুষ্ঠানে আর যাঁরা উপস্থিত ছিলেন চার সহ সভাপতি সুশীল পাল, সুনীল সরকার, সুজিৎ ভৌমিক, সহ সম্পাদক প্রদীপ দত্ত, আশুতোষ দাস, বৈষ্ণব দাস, মনতোষ দাস ও পরিষদের বর্ষিয়ান সদস্যা নমিতা চৌধুরী প্রমুখ। কথা গান কবিতা শ্রুতি নাটকে অনুষ্ঠান টি জমজমাট হয়ে ওঠে। অনিমা সরকার, মিঠু সাহা, সীমা মজুমদার, সঞ্জিত সরকার, পার্থ চৌধুরী, কৃষ্ণেন্দু সেন, ইন্দ্রানী ভট্টাচার্য, ইন্দ্রানী বোস, পাপিয়া মিত্র, তপন মিত্র, তরুণ বিশ্বাস, আত্রেয়ী চক্রবর্তী সুপ্তা ঘোষ প্রমুখ অনুষ্ঠান পরিবেশন করেন। উপস্থিত ছিলেন প্রেস ক্লাব অব ওয়ার্কিং জার্নালিস্ট এ সদস্য সম্পা দাস, পুলক দাস উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে বিশ্ব সৌহার্দ্য ম্প্রীতির পক্ষ থেকে উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মাননা জানানো হয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ও প্রতিবেদনে পরিষদের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার সেন
