বৈশ্যানর চট্টোপাধ্যায়, প্রাক্তন মেয়র পারিষদ রতন দে, এবং উপস্থিত ছিলেন, দুর্গা পুজো ফোরম এর পার্থ ঘোষ মহাশয় ছাড়া অন্যান্যরা, এই মেলার শুভ সূচনা হয় বিশ্বজনীন মৃন্ময়ী মায়ের সামনে, এই মেলা চলবে, চেষ্টা ৩রা ফেব্রুয়ারী থেকে 12 ই ফেব্রুয়ারী পর্যন্ত ,প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত, এই মেলায় রয়েছে পনেরো থেকে কুড়ি স্টল, মহিলা স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন হাতের কাজ পিস্তল গুলিতে রয়েছে, এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দুটি খুব জরুরী স্থল একটি হচ্ছে ডেঙ্গু নিধন , আরেকটি হচ্ছে ক্রেতা সুরক্ষা
এই দুটি তল থেকে বারবার সাধারণ মানুষকে সতর্কের বার্তা দিচ্ছেন মশা থেকে নিজেদেরকে বাঁচান এবং যাতে কোথাও জল জমে না থাকে, আপনারা নজর রাখুন । বাড়িতে মশারী টাঙিয়ে ঘুমান, আরেকটি বার্তা সঠিক মূল্য দিয়ে জিনিস কিনুন, এবং নিজেরা আর যাতে না ঠকেন, সতর্ক থাকুন, যদি কেউ ঠকায় তাহলে ক্রেতা সুরক্ষা দপ্তরে যোগাযোগ করুন।, বিল নিতে ভুলবেন না,, এই মেলায় থাকছে প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিদিন থাকছে এক একটি দিবস পালন, পরিবেশ দিবস, স্বাস্থ্য দিবস, সুরক্ষা দিবস ,সমাজ-চেতনা দিবস, শিশু দিবস, খেলা দিবস, শিক্ষক দিবস , মহিলা দিবস, এবং প্রতিটা দিবসেই পাঁচ জন করে মহিলাদের সম্বর্ধনা দেবেন.... আগামীকাল অর্থাৎ 2রা ফেব্রুয়ারী এই মহিলা পরিচালিত , একটি র্যালির আয়োজন করেছিলেন,। এবং র্যালির মাধ্যমে সম্মান জানালেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, ইউনেস্কো সম্মান, বাংলা দুর্গাপুজোয় পাওয়ার জন্য , আর আজ প্রতিবছর ন্যায় শুরু হল ,এই মৃন্ময়ী মেলা, মহিলা পরিচালিত, সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে মাননীয়া মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মেয়েরা ছাড়া কোন কিছু সম্ভব নয় মেয়েরাও পারে অসম্ভবকে সম্ভব করে তুলতে এবং জয় করে আনতে। তাই আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চেষ্টায় ও উদ্যোগে ইউনেস্কো পুরস্কার বাংলার মানুষের জন্য ছিনিয়ে আনলেন। দেবী দুর্গার যেমন দশটি হাত ,তেমনি বাংলার মহিলারা দেবী দুর্গার দশটি হাতের মত অনেক কিছুই করতে পারে এবং ছিনিয়ে আনতে পারে, কর্মের মধ্য দিয়ে ,কাজের মধ্য দিয়ে, আজ এই মেলা থেকেই প্রমাণিত হয়ে যায়, যে মহিলারা সমস্ত রকমের কাজকর্ম করতে পারে ,নিজেদের প্রচেষ্টায় নিজেদের উদ্যোগে, বাড়ির কাজ করলেও তারা যে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে, এই মেলার মধ্য দিয়ে মানুষের সামনে তুলে ধরেছেন।। এই মহিলা পরিচালিত মেলায় সমস্ত টলেই দেখতে পাবেন এক একটি মহিলার বিভিন্ন রকমের হাতির জিনিসের কাজ, আপনারাও এই কটা দিন এই মেলায় আসুন আনন্দ করুন এবং কিছু জিনিস কিনে মহিলাদের উৎসাহিত করুন,,,,।