প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৫, ১১:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১২, ২০২৪, ১:৩৪ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড।
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।। চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় সুভাস ভগত (৩৩) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মো. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সুভাস শিবগঞ্জ পৌর আলীডাঙ্গা এলাকার ফাস্টো ভগতের ছেলে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম নগর সংবাদ কে জানান, ২০২২ সালের ২৭ মার্চ কানসাট নয়ন ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগানসহ সুভাসকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পরদিন শিবগঞ্জ থানায় মামলা করেন র্যাবের উপ-পরিদর্শক কামরুল ইসলাম। ২০২২ সালের ১৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মেসবাহুল হক অভিযোগপত্র জমা দেন।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.