চাইনি তো এমন কিছু”রানা কোহিনুর ফিল্ম প্রযোজিত সিনেমা প্রেসক্লাবে প্রেস কনফারেন্স করেন
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
রানা কোহিনুর ফিল্ম প্রযোজিত “চাইনি তো এমন কিছু” এই সিনেমাটি নিয়ে ধর্মতলার প্রেসক্লাবে প্রেস কনফারেন্স করা হলো।১২ ই আগস্ট মঙ্গলবার ঠিক বিকেল চারটে ধর্মতলার প্রেসক্লাবের ফিল্মটি নিয়ে প্রেস কনফারেন্স করেন সাংবাদিকদের সাথে। রানা কোহিনুর ফিল্ম প্রযোজক ।
“চাইনিতো এমন কিছু” এর কাহিনী, গীত রচনা ও পরিচালিত করেন রামিজ রিয়াজ। চিত্রগ্রহণ প্রদীপ দাস, প্রধান সহকারী পরিচালক বিপ্লব কুমার ভৌমিক, কাস্টিংয়ে আছেন যীশু দে। ছবিতে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত , মধুমিতা সরকার , এস নন্দা , পিয়া সেনগুপ্ত, ভরত কল, কাঞ্চন মল্লিক, টিনা রায়, গৌতম দাস। সিনেমায় রয়েছে রোমাঞ্চক ঘটনা, অ্যাডভেঞ্চার থ্রিলার ,কমেডি, দুঃখ- কষ্ট ,বিপদজনক এসব নিয়েই পরিপূর্ণ এই সিনেমাটি।
আশা করা যায় দর্শকদের মন জয় করবে মানুষের সারা হল উত্তেজনার মুখর। ছবির মূল বিষয় ভালোবাসা। রাজা বড়লোক বাড়ির একমাত্র ছেলে, প্রিয়া বড়লোক বাড়ির একমাত্র মেয়ে, পিয়ার এক বান্ধবী মেঘা সে মধ্যবিত্ত বাড়ির মেয়ে। বনি ও বড়লোকের ছেলে। এরাই হল মেন ক্যারেক্টারের। রাজা এইট পাস করা। সব ভালোবাসা যে সত্যি হয় তার কোন মানে নেই।
আর কাউকে ভালোবাসা কথা না বলে,যদি বিনা স্বার্থে ভালোবাসা যায় সেটাই মনে হয় প্রকৃত ভালোবাসা বা সত্যি কারের ভালোবাসা । সত্যি কারের ভালোবাসার জন্য মানুষ জীবনও দিয়ে দেয় । আগেকার দিনে ঠাকুরমা -দাদু, বাবা- মা এদের ভালোবাসা দেখা যেত। বর্তমান সমাজে ভালোবাসা দেখা যায় না।
সবাই কাজের প্রেসারে ব্যস্ততম। কিন্তু তার ফাঁকে ভালোবাসার মানুষদের সময় দিতে হয়। এই মুভিটায় সেরকম কিছু দেখা যাবে ,,আবার হয়তো ভালোবাসা ফিরে আসবে মানুষের মনে । বাকি মুভিটায় গল্পটা সিনেমায় দেখতে যেতে হবে সিনেমা প্রেমীদের। আজও কিছু মানুষ আছে যারা সিনেমাকে ভালোবেসে হলে গিয়ে সিনেমা দেখতে পছন্দ করেন। সিনেমাটা দেখার পর দর্শক বিচার করবে তাদের কেমন লাগলো।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””