নগর সংবাদ।।সুমনসেন চট্টগ্রাম প্রতিনিধি- চাকরির প্রলোভন দেখিয়ে জোর পূর্বক আটক রেখে পতিতাবৃত্তি অবশেষে ৯৯৯ এ অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করলেন বায়েজিদ থানা পুলিশ ০৭/০৭/২০২১ইং তারিখে চাকুরী দেওয়ার কথা বলে ভিকটিমের শ্বশুর বাড়ির এলাকায় বসবাসরত বিবাদীরা ভিকটিমকে বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ সোহাগের কলোনীতে আসামীর ভাড়াঘরে নিয়ে আসে। স্বামী অসুস্থ থাকায় তিনি বাধ্য হয়েই চাকরি খুঁজছিলেন। বিবাদীরা তাকে উক্ত বাসায় আটকে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তি করতে বাধ্য করে। ভিকটিম রাজি না হলে অপরাপর আসামীরা ভিকটিমকে মরধর করে। এরই ধারাবাহিকতায় গত ২২/০৭/২০২১ ইং আসামীরা অপর একটি মেয়েকেও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে আসে এবং একই কাজে বাধ্য করে। এ সংক্রান্তে গত ২৩/০৭/২০২১ ইং ২০ঃ৩০ ঘটিকায় ভিকটিম কৌশলে নিজের মোবাইল থেকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে অভিযোগ করলে তৎক্ষনাৎ ব্যবস্থা গ্রহণ করে নগরীর বায়েজিদ থানা পুলিশ। ঘটনাস্থল থেকে দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়। আটক করা হয় সুরমা বেগম প্রঃ সুমি(৩৫), তানজিল হোসেন(২২) ও এমরান হোসেন(২১) কে। ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।