রবিবার ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১০:৪৫
শিরোনামঃ
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া এক পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার কুমিল্লায় বাড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার-জড়িত কেউ রেহাই পাবে না বিএনপি ক্ষমতায় এলে সরকারি চাকরি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কীভাবে সহজ করা যায় তা নিয়ে চিন্তা করবে-তারেক রহমান অজ্ঞান পার্টির মূল হোতা নিজেই জ্ঞান হারিয়ে ফেলেন তার কাছে থাকা জুস পান করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ৩০ আগস্ট সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে -সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম রাজধানীতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ-আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে উপদেষ্টা আসিফ নজরুল,অবরুদ্ধ করে নেতাকর্মীরা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন পূর্ণ প্যানেলে জয়-সরকার হুমায়ুন কবির ও অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের নেত্বাধীন প্যানেল’জামায়াত প্যানেল ভরাডুবি চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান আড়াইহাজারে আগ্নেয়াস্ত্র হাতে এক তরুণের ভিডিও ভাইরাল,আটক তরুণ

চাকরি হারা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা নবান্ন অভিযান করতে গিয়ে, পুলিশের সাথে ধস্তাধস্তি ও গন্ডগোল

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৫, ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ণ
  • ৭০ ০৯ বার দেখা হয়েছে

১৪ ই জুলাই সোমবার, ঠিক দুপুর বারোটায় , নবান্ন অভিযানের জন্য, হাওড়া ট্যাক্সি স্ট্যান্ডে জমায়েত হতে থাকেন দুপুর ১২ টা থেকে যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা

। তাদের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সাথে দেখা করা ও আলোচনা করা। এবং তাদের পুনর্বহাল করার ও তালিকা প্রকাশ করা। তাই চাকরি হারা শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারীরা, যোগ্য শিক্ষক ও শিক্ষিকা অধিকার মঞ্চের- এস এল এস টি ২০১৬ সদস্যরা জমায়েত হয়ে নবান্ন অভিযান করেন।

মিছিলে ছিলেন যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ, ইন্দ্রজিৎ মন্ডল, অনিরুদ্ধ ভট্টাচার্য, চাকরি হারাদের নেতৃত্ব ছিলেন, চিন্ময় মন্ডল, মেহেবুব মন্ডল, সুমন বিশ্বাস, মৃন্ময় মন্ডল, সঙ্গীতা সাহা ,হুমায়ুন ফিরোজ, বৃন্দাবন ঘোষ সহ অন্যান্যরা। অভিযানে রুট তাঁরা স্থির করেন, বঙ্কিম সেতু , হাওড়া ময়দান, জিটি রোড,

শিবপুর ,কাজীপাড়া, ফোরশোর রোড, মন্দিরতলা,, নবান্ন বাস টার্মিনাস হয়ে নবান্ন। চাকরি-হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা জানান, আমরা শান্তিপূর্ণ নবান্ন অভিযান করব।, এবং আজ মাননীয় মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সাথে দেখা না করা পর্যন্ত আমরা অবস্থান বিক্ষোভ করব।

আর যদি আমাদেরকে বাধা দেওয়া হয় এবং আমাদের উপর পুলিশ হামলা করে, আমরা বিভিন্ন জায়গায় পথ অবরোধ করবো, শুধু তাই নয় আমাদের এই মিছিল দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ, হেস্টিংস মোড়, ধর্মতলা বাস টার্মিনাস, মেট্রো স্টেশন টোল প্লাজা থেকেও পরিস্থিতি বুঝে মিছিল এগোবে।

আমাদের একটাই দাবি পুনর্বহাল। মিছিল শুরু হওয়ার সাথে সাথে, এবং মিছিল বঙ্কিম সেতু থেকে নামতেই, পুলিশ বাধা দেয় ও ব্যারিকেট করে এবং পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায়, তারা ব্যারিকেট ভেঙে জিটি রোড ধরে সোজা মল্লিক ফটকের কাছে পৌঁছালে সেখানে আরেকটি মেইন ব্যারিকেড দেওয়া হয়।

সেখানেও চলে ব্যারিকেট ভাঙার কাজ ও পুলিশের সাথে ধস্তাধস্তি, হারাদের একটাই দাবি আজ না দেখা করা পর্যন্ত আমরা বিক্ষোপ চালিয়ে যাব। আরো বলেন আজকে আমাদের দেখা করার কথা বলেছেন, অবশেষে পুলিশের ধস্তাধস্তি পর, , 18 জনের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব এর সাথে দেখা করতে যান, ছিল উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা বলেন যতক্ষণ না মুখ্যমন্ত্রীর কাছ থেকে ফিরে আসছেন এবং আমাদের তালিকা প্রকাশ না হচ্ছে আমরা এখানে অবস্থান করবো।

কিছুক্ষণ বাদে প্রতিনিধি দল ফিরে আশায়, এবং কোনরুপ আসার সংকেত না পাওয়ায় সকল যোগ্য শিক্ষক শিক্ষিকারা গর্জে উঠলেন, এবং বলেন আজ রাত্রি বারোটার মধ্যে যদি আমাদের তালিকা প্রকাশ না হয়, আমরা আরতিব্য আন্দোলনে নামবো।

এবং আমরা অবস্থান ও পথ অবরোধ করবো। আজ যোগ্য শিক্ষক শিক্ষিকারা গলায় ফাঁসির দড়ি লাগিয়ে, মুখ্যমন্ত্রীকে একটি বার্তা দিতে চাইলেন, আমরা তো শেষ হয়ে গেছি, বাকিটা আন্দোলনের মধ্য দিয়ে লড়ে নিজেদের অধিকার আদায় করে নেব। এবং আজ আমরা পথে নেমেছি,কালকে আপনাকে নামাবো। দুর্নীতিবাজ সরকার আমাদের আর দরকার নাই, তাই অবিলম্বে ২২ লক্ষ এম আর সি প্রকাশ করে ,যোগ্য শিক্ষক শিক্ষিকাদের লিস্ট রিভিউ পিটিশনে দিতে হবে।

এবং আমাদের পুনর্বহাল করতে হবে। আমরা কোনভাবে পুনরায় পরীক্ষা দিতে চাইনা এবং যোগ্য প্রমাণ দিতে। যোগ্য শিক্ষক শিক্ষিকারা আরো বলেন, যে সরকার অযোগ্যদের ও চোর এদের বাঁচাতে,

পুলিশ দিয়ে শিক্ষকদের পেটানো হয়, যোগ্য শিক্ষকরা বিচার পায় না অথচ অযোগ্য শিক্ষকদের ও চোরেদের বাঁচানোর জন্য বিভিন্ন প্ল্যান করে থাকেন, সেই সরকারকে আমরা চাই না, তাই আজ হাজারো পুলিশ দিয়েও আমাদের আটকাতে পারবেনা, জল কামান ও লাঠিচার্জ করে আমাদেরকে আটকানো যাবে না আমরা আজ নবান্ন অভিযান করে ছাড়বো।চালাক আমাদের উপর লাঠি ও গুলি তবুও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে ছাড়বো। অবশেষে পুলিশ হার মারলো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কাছে,

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

Archive Calendar

© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell