প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৩:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২২, ১:০২ পূর্বাহ্ণ
চিরনিদ্রায় শয়িত হলেন জামালপুরের সাংবাদিক সাইফুল ইসলাম
চিরনিদ্রায় শয়িত হলেন জামালপুরের সাংবাদিক সাইফুল ইসলাম ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সাইফুল ইসলাম বকশীগঞ্জ পৌর শহরের মিয়া পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
তার জানাজায় জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী, সুধী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, মা-বাবাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক সাইফুল ইসলামের মৃত্যুতে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ পৌরমেয়র নজরুল ইসলাম সওদাগর, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.