মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। মরিয়ম চক্ষু হাসপাতালের উদ্যোগে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ।
রবিবার (১০ই ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির আর্থিক সহযোগিতায় ও মরিয়ম চক্ষু হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে চক্ষু চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এমবিবিএস চিকিৎসক দ্বারা রোগীদের সেবা প্রদান করা হয়। চক্ষু চিকিৎসা ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে রোগী দেখা সহ চশমার পাওয়ার পরীক্ষা, বিনামূল্যে লেন্স সহ চোখের ছানি অপারেশনের সুব্যবস্থা করা হয়েছে। আয়োজকরা জানায়, অপারেশনের জন্য বাছাইকৃত রোগীদের মরিয়ম চক্ষু হাসপাতালের নিজস্ব গাড়িতে সৈয়দপুর নিয়ে যাওয়া হবে এবং অপারেশন শেষে বাড়ি পৌঁছিয়ে দেওয়া হবে। এছাড়া অপারেশনকৃত রোগীদের থাকা-খাওয়া, প্রয়োজনীয় সকল ঔষধ ও কালো চশমা বিনামূল্যে সরবরাহ করবে হাসপাতাল কর্তৃপক্ষ।