মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার [ শনিবার ৪ নভেম্বর চিলাহাটি রেলওয়ে স্টেশনে “ভারতের সাথে রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে চিলাহাটি এবং চিলাহাটি বর্ডারের মধ্যে ব্রডগেজ রেলপথ নির্মাণ (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় নবনির্মিত চিলাহাটি আইকনিক স্টেশন ভবন, প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম শেড ও ফাংশনাল ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নূরুল ইসলাম সুজন, এমপি, মাননীয় মন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার, সংসদ সদস্য, নীলফামারী-১ অসীম কুমার তালুকদার, মহাব্যবস্থাপক (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী; পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী; মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা পুলিশ সুপার নীলফামারী মোঃ আসাদুল হক, প্রধান প্রকৌশলী (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ কামরুল আহসান,মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন আলী মোহাম্মদ আব্দুল্লাহ সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নীলফামারী তোফায়েল আহমেদ, উপজেলা চেয়ারম্যান, ডোমার, নীলফামারীসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সর্বস্তরের জনগণ।