চুলহীনতা এখন অতীত—অরিজিনাল হেয়ার উইগ ম্যানুফ্যাকচারারের হাতে আত্মবিশ্বাসের পুনর্জন্ম ।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো
চুল শুধু সৌন্দর্য নয়—এটা আত্মবিশ্বাসের প্রতীক। আর সেই আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আজ দৃঢ়ভাবে নিয়ে নিয়েছে অরিজিনাল হেয়ার উইগ ম্যানুফ্যাকচারার।
হ্যাঁ, ঠিকই শুনছেন—অরিজিনাল হেয়ার উইগ ম্যানুফ্যাকচারার, কলকাতা, হাওড়া, উলুবেড়িয়া ও রাজাপুরে অবস্থিত এমন এক বিশ্বস্ত প্রতিষ্ঠান, যাদের তৈরি ১০০% হিউম্যান হেয়ার উইগ এখন হাজারো মানুষের জীবনে নতুন আলো জ্বালাচ্ছে।

যেসব পুরুষের মাথার চুল পড়ে টাক দেখা দিয়েছে, যাদের কেমোথেরাপির ফলে চুল উঠে গেছে, যেসব মহিলা চুল হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত—তাদের সবার জন্যই আজ নিশ্চিত সমাধান হলো অরিজিনাল হেয়ার উইগ ম্যানুফ্যাকচারার।
এখানে প্রতিটি উইগ তৈরি হয় সম্পূর্ণ হাতে, অত্যন্ত যত্নে, এবং গ্রাহকের মুখ ও মাথার আকৃতি অনুযায়ী নিখুঁতভাবে কাস্টমাইজড।

বিভিন্ন রঙ, বিভিন্ন স্টাইল, বিভিন্ন লুক—যে ধরনের চুলই আপনার প্রয়োজন, অরিজিনাল হেয়ার উইগ ম্যানুফ্যাকচারারের কাছে তার সবই আছে। আর সবচেয়ে বড় কথা—সবকিছুই নন–সার্জিক্যাল পদ্ধতিতে মাথায় বসানো হয়, যে কারণে একেবারে প্রাকৃতিক চুলের মতোই দেখায়।
দামের ক্ষেত্রেও রয়েছে স্বস্তি। খুবই অল্প খরচে পাওয়া যায় প্রিমিয়াম মানের এই হিউম্যান হেয়ার উইগ।
আর গ্রাহকদের সুবিধার জন্য সারা ভারত জুড়ে অরিজিনাল হেয়ার উইগ ম্যানুফ্যাকচারারের হোম ডেলিভারি সেবা এটিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে।

প্রোপাইটার সঞ্জয় মণ্ডলের তত্ত্বাবধানে অরিজিনাল হেয়ার উইগ ম্যানুফ্যাকচারার শুধু একটি দোকান নয়—এটি একটি প্রতিশ্রুতি। আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি।
চুল হারিয়ে গেছে? চিন্তার কিছু নেই। কারণ অরিজিনাল হেয়ার উইগ ম্যানুফ্যাকচারার আছে—আপনার পাশে, আপনার সৌন্দর্যকে আবার নতুন করে সাজাতে
