নগর সংবাদ।।চুয়াডাঙ্গায় বিলে ঘুরতে আসা দর্শনার্থীদের খেলনা পিস্তল প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে আজিমুদ্দীন স্বপন (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ
সোমবার (১ আগস্ট) দুপুরে সদর উপজেলার দশমাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি খেলনা পিস্তল ও ছিনিয়ে নেওয়া বিভিন্ন জিনিসপত্র।
আটক আজিমুদ্দীন স্বপন সদর উপজেলার দশমী গ্রামের বরকত আলীর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দশমাইল এলাকায় একটি বিলে ঘুরতে যান দর্শনার্থীরা। দুপুরে এক যুগল ওই বিলে ঘুরতে গেলে তাদের খেলনা পিস্তলের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখান স্বপন ও তার সহযোগী রবিউল। এ সময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণের আংটিসহ বিভিন্ন জিনিসপত্র।
ঘটনাটি বুঝতে পেরে ওই দুই ছিনতাইকারীকে ধাওয়া করেন স্থানীয়রা। এ সময় রবিউল পালিয়ে গেলেও স্বপনকে আটক করতে সক্ষম হন তারা। পরে তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
ওসি মাহাব্বুর রহমান বলেন, অভিযুক্ত আরও একজনকে আটক করতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।