চোরাই মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা মো. মান্নান (২০) এবং সহযোগী রাশেদ দেওয়ানকে (২০) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে র্যাব-৩।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা মো. মান্নান ও রাশেদ দেওয়ানকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চুরির বিষয়টি স্বীকার করেন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
তিনি আরও বলেন, এসব চোরাই মোটরসাইকেল অপরাধী চক্রের সদস্যরা কিনে দেশে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম করে আসছে। অপরাধ কার্যক্রম শেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে নিজেদের আড়াল করার জন্য অপরাধীরা ঘটনাস্থলে চোরাই মোটরসাইলে রেখে পালিয়ে যায়। যাতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর কোনো প্রকার সন্দেহ না করে।
এসব অপরাধী চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।