মাহমুদুল হাসান(সিরাজগঞ্জ)প্রতিনিধি
“সমন্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দুর্যোগ,” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। সোমবার(১৩ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে একটি বর্ণ্যঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানে সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাক্তার মোঃ কায়সার, উপজেলা সমাজসেবা অফিসার মামুনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য অফিসার মোঃ রিয়াজুদ্দিন, খাসকালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, খাস কউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী কণা, চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালযয়ের শিক্ষার্থী তরিকুল ইসলামসহ সাংবাদিক ও আইনশৃংখলা বাহিনীর সদস্য। বক্তারা বলেন, সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্যই এই দিবসটি পালন করা হয়ে থাকে। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করা গেলে জান-মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এক সময়ে বাংলাদেশে দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও ক্ষতি হলেও বর্তমানে তেমনটি আর হচ্ছেনা। এছাড়া সরকারের দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির বিষযটিও তুলে ধরেন তারা।