মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার। সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৩টি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে এসএসসি,এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ১৩৩২ জন পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ৩৮ জন। বৃহস্পতিবার সকাল ১০ টা পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ইউএনও’র দপ্তর সূত্রে জানা যায়, চলতি এসএসসি, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় ১ হাজার ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে, প্রথম দিনে জেনারেল ৮৬৫ জনের মধ্যে ৮ জন, দাখিল ৪৪১ জনের মধ্যে ২৮ জন, ভোকেশনাল ২৪ জনের মধ্যে ২জন অনুপস্থিত রয়েছেন। চৌহালীর পরীক্ষা কেন্দ্র হচ্ছে- খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র-বি- অনুপস্থিত ৩, চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালায় কেন্দ্র-এ, অনুপস্থিত ৫, খাষকাউলিয়া সিদ্দিকীয়া ফাজিজ মাদরদসা কেন্দ্রে-২৮ ও এসএসসি ভোকেশনালে – ২জন, মোট- ৩৮ জন শিক্ষার্থী পরীক্ষার টেবিলে বসেনি।