চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এস এস সি পরীক্ষার্থীদের বর্ণাঢ্য এক বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) জুয়েল মিয়া ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবির, চৌহালী থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ, খাষকাউলিয়া সিদ্দিকী ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ মাওঃ মোঃ আশরাফ উদ্দিন আহমেদ, অবসর প্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হজরত আলী মাস্টার, বিদ্যালয়ের সন্মানীত শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ এবং বিদায়ী শিক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ৷ বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে এবং নারী শিক্ষার আলো ছরিয়ে দিতে পাঠদানগামী ও সকল বিদায়ী শিক্ষার্থীদের ভাল ফলাফল উপহার দিবে বিদ্যালয়কে এমন আহবান জানান প্রধান অতিথি। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মো. ফারুক হোসেনের পরিচালনায় অধ্যক্ষ আলহাজ মাওঃ মো. আশরাফ আলীর মিলাদ ও দোয়া পরিচালনার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।