চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি সিরাজগঞ্জের চৌহালীতে এসএসসি, দাখিল ও এইচ এস সি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদের পরিচালনায় সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান ৷
এসময় উপস্থিত ছিলেন চৌহালী থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল বারিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম,উপজেলা যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্রধর, খাষকাউলিয়া কে আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফি উদ্দিন আহমেদ, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান জুয়েল, এস বি এম কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব,আর পি এন শহীদ শাহজাহান কবির উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, অধ্যক্ষ বাদশা ও কারিগরি কলেজ এর অধ্যক্ষ দুলাল সহ অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে ২০২২ ও ২৩ সালে এসএসসি ও এইচ এস সি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৪০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।