চৌহালীতে গ্রামীণ অবকাঠামো টিনশেড ঘর উদ্বোধন ও পোনা মাছ অবমুক্ত করণ
স্টাফ রিপোর্টার।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবীটা) কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের চৌহালী সরকারি কলেজে টিনশেড নির্মাণ ঘর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উন্নয়ন মূলক উদ্যোগ দুর্যোগ কবলিত শিক্ষার্থীদের জন্য বিশেষ ভাবে সহায়ক হবে। স্থানীয় জনগণের সম্পৃক্ততার মাধ্যমে ভবিষ্যতেও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও চৌহালীতে পোনা মাছ অবমুক্ত করন কর্মসূচির মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জেলেদের জীবিকা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উপজেলা পরিষদ হলরুমে সরকারি দপ্তর প্রধান, সাংবাদিক ও ইউপি চেয়ারম্যানদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গতকাল ১৬ আগষ্ট শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো, নজরুল ইসলাম। চৌহালী নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিতৃবে বিশেষ অতিথি ছিলেন, চৌহালী থানা অফিসার ইনচার্জ আব্দুল বারিক, চৌহালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনারুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার তানভীর হাসান মজুমদার,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ হেকমত আলী, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্রধর, পল্লী উন্নয়ন অফিসার মোঃ সেলিম হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ সোহেল রানা, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মামুনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ রিয়াজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো, জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক কারী ময়নুল ইসলাম প্রমুখ।