শুক্রবার ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১০:৫৪
শিরোনামঃ
৫০ তম বর্ষে পদার্পণ করলো “প্রগতি সংঘ” এবারে তাদের ভাবনা- শক্তি “রূপেন সংস্থিতা” জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার সময় গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকতে পারবেন-উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ইসির ওয়েবসাইটে থাকবে প্রার্থীদের সম্পত্তির বিবরণ,সংসদ নির্বাচনে-প্রধান উপদেষ্টা এ নির্দেশনা। নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে দোয়া ও জহিরুল ইসলাম বিদ্যুৎ এর জন্মোৎসব উদযাপন বিএনপি দেশের সবাইকে ঐক্যবদ্ধ রাখতেই কাজ করে যাচ্ছে: এড. টিপু “আমি পদপদবীর জন্য রাজনীতি করি না: ইকবাল” স্বৈরাচারের নির্যাতন উপেক্ষা করে ১৬ বছর রাজপথেই ছিলাম: গিয়াস উদ্দিন ৬৫ তম বর্ষে পদার্পণ করলো- হালদার পাড়ার সাবেকী শ্যামা পুজো ২০২৫ , হালদার পরিবারদের। (এনসিপি) নেতাদের জুলাই জাতীয় সনদে সই করার আহ্বান-অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মুন্সিগঞ্জ সদর থানাধীন বহুতল ভবনে তল্লাশী -১০০ রাউন্ড,শটগান, গুলি ককটেল তৈরি সরঞ্জাম উদ্ধার, ৩ জন গ্রেফতার করে ডিবি পুলিশ।

চৌহালীতে জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে চলছে সাব- রেজিস্ট্রার অফিসের কার্যক্রম।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২১, ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ
  • ১০৩ ০৯ বার দেখা হয়েছে

চৌহালীতে জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে চলছে সাব- রেজিস্ট্রার অফিসের কার্যক্রম।

স্টাফ রিপোর্টার।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সিরাজগঞ্জ জেলাধীন চৌহালী সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রম চলছে জরাজীর্ণ মরণফাঁদ ব্যবহার অনুপযোগী ভবনে। প্রায় দের যুগ ধরে ব্যবহার অনুপযোগী একতলা ভবনের ২টি রুমে গাদাগাদি করে চলছে দলিল সম্পদনা।পাশাপাশি ২টি রুমে দরজা জানালা ভাঙ্গা, ছাঁদ দিয়ে পানি চুয়িয়ে রুমের পরিবেশ জরাজীর্ণ। পরিত্যক্ত ভবনে চলছে সাব- রেজিস্ট্রার দপ্তর, নকল খানা, লেখক সমিতি সহ দলিল দাতা ও গ্রহিতাদের মধ্যে যে কোন মুহুর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘোটনা। রাজশাহী বিভাগে সরকার ঘোষিত রিমোট একমাত্র দুর্গম সিরাজগঞ্জের চৌহালী উপজেলা।

গত ২০১২ সালে নদীর ভাঙ্গনে লন্ডভন্ড হয়ে যায় উপজেলা পরিষদ।সেই থেকে সকল স্থাপনা ভাসমান। চৌহালীর উন্নয়নে ভাসমান উপজেলায় সহকারী কমিশনার ভুমি, ইউএনও,জেলা সাবরেজিস্টার, জেলা পরিষদ, জেলা প্রশাসক,বিভাগীয় কমিশনার, সচিব, এমপি ও মন্ত্রীদের এ উপজেলায় আসা-যাওয়ায় তাচ্ছিল্যের চোখে দেখচ্ছে চৌহালীকে। যে কারণে প্রায় দের-যুগ ধরে শিরীষগাছ গুলোর মতই দেশে অবদান রেখে বীরদর্পে দাড়িয়ে আছে জরাজীর্ণ সাব-রেজিস্টার ভবন। সেবা নিতে বা দিতে আসা মানুষের কষ্ট লাগবে কেউ এগিয়ে আসছে না, এ অফিসে এসে অবকাঠামো সংকটে রোদ বৃষ্টি মাথায় নিয়ে গাছতলায় দাঁড়িয়ে থাকতে হয়।

এবিষয়ে দলিল লেখক সমিতির সভাপতি মো, রুহুল আমিন বলেব, দীর্ঘদিন ধরে ব্যবহার অযোগ্য একতলা ভবনে দলিল সম্পদনা হয়ে আসছে, ভবনের ছাঁদ ও দেওয়াল ফাটল ধরায় বৃষ্টির পানি চুয়িয়ে ভিজে নষ্ট হচ্ছে জরুরি কাগজপত্র। ভবনের দরজা জানালা ভাঙ্গা, টিউবওয়েল ও ওয়াশব্লগ সংকট দেখার কেউ নেই। অবকাঠামো নির্মাণ করুন ঝুঁকি কমান ও ভবন সংস্করণ করে জরুরি কাগজ বাঁচান সেবাদিন এমনটাই দাবি ভুক্তভোগীদের। খাষকাউলিয়া কে আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, শফি উদ্দিন আহমেদ বলেন, মানুষ বা প্রতিষ্ঠান যাই হোক না কেন,অন্য মানুষ বা বৃহৎ পরিসরে জাতির কল্যানে কাজ করতে হবে, অথচ চৌহালীর চিত্র উল্টো, দীর্ঘ একযুগ পেরিয়ে গেছে আজও একমাত্র রাজস্ব আয়ের উৎস সাব রেজিস্ট্রার অফিস, নিজস্ব জমি ও অবকাঠামো থেকে বঞ্চিত, স্কুলের ভাঙ্গা ভবনে চলছে দাপ্তরিক কাজ, এ শিক্ষা প্রতিষ্ঠানে ভবন জরাজীর্ণ ও ব্যবহার অযোগ্য বিভিন্ন সময়ে মেরামতের আবেদন করেও কোন সুফল পাইনি।

সাব- রেজিস্ট্রার, ভেন্ডার ও দলিল লেখকদের হোচট রক্ষার্থে ভবনটি মেরামত বা সংস্করণে সরকারের সুদৃষ্টি কামনা করছি। চৌহালী সাব-রেজিস্ট্রার অফিসার মো, আব্দুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ব্যবহারহীন ভবনে জীবনের ঝুঁকি নিয়ে করতে হচ্ছে দাপ্তরিক কাজ। সরকারি উচ্চ বিদ্যালয় এর একটি পরিত্যক্ত ভবনে সাব- রেজিস্টার অফিসের দাপ্তরিক কাজকর্ম চলমান ভবনে বৃষ্টি হলেই ছাঁদ ও দেওয়াল চুয়িয়ে পানি পরে সরকারের গুরুত্বপূর্ণ কাগজ পত্র ভিজে নষ্ট হয়ে যাচ্ছে, দরজা জানালা ভাঙ্গা, ওয়াশব্লগ নেই, টিউবওয়েল নেই ব্যবহার অযোগ্য শত কষ্ট ও জীবনের ঝুঁকি নিয়ে আজও কাজ করতে হচ্ছে, এতে অফিসের আওতাধীন সকল স্টাফ লেখক ও ব্যান্ডারা জীবনের ঝুঁকিতে রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের এ বিষয়ে কোন সু-নজর না থাকায় আমাদের কষ্ট আকাশ সমান, সমাধানের নেতৃত্ব নেই, উপজেলা একমাত্র রাজস্ব আয়ের উৎস সাব রেজিস্ট্রার অফিস। ভবনটি দ্রুত সংস্করণ ও মেরামত সহ সকল সমস্যা সমাধান করে ভবনটি ব্যবহার উপযোগী করতে সরকারের সুদৃষ্টি কামনা করছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell