(সিরাজগঞ্জ)প্রতিনিধি "
দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এ প্রতিপাদ্যকে নিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার(১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন
উপজেলায় অতিরিক্ত কৃষি অফিসার মো সাব্বির আহমেদ সিফাত ৷ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ হেকমত আলীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবির, মৎস্য অফিসার তানভির হাসান মজুমদার, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল রিয়াজ উদ্দিন, মেডিকেল অফিসার ডা, মাহফুজ,ইন্সট্রেক্ট অফিসার চঞ্চল কুমার সূত্রধর, আনসার ভিডিপি অফিসার আঃ মান্নান, তথ্য সেবা অফিসার তামান্না হক, সোহেল রানা, খাষপুকুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, ঘোরজান ইউপি চেয়ারম্যান রমজান আলী, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু বক্তব্য দেন। সভায় দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন থাকা এবং অগ্নিকাণ্ড, ভূমিকম্প,বজ্রপাতসহ যে কোনো বিপদে আতঙ্কিত না হয়ে মোকাবেলা করার কৌশল শিখে রাখা এবং যে কোনো দুর্যোগে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান।