প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৮:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৪, ৫:২৬ পূর্বাহ্ণ
চৌহালীতে জাতীয় শিশু দিবস পালিত
চৌহালীতে জাতীয় শিশু দিবস পালিত চৌহালী
মাহমুদুল হাসান চৌহালী সিরাজগঞ্জ(সিরাজগঞ্জ) প্রতিনধি।
কণ্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় কণ্যাশিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার(৩০সেপ্টেম্বর) সকালে উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোহাম্মদ শামীম জাহিদ তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী(ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো, শওকত মেহেদী সেতু। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌহালী থানা অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত , উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ গিয়াসউদ্দিন, পল্লী উন্নয়ন অফিসার সেলিম হোসেন, সম্পা কর্মকার, তামান্না হক সাবেক সভাপতি চৌহালী উপজেলা প্রেসক্লাব প্রমুখ। এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাবের সদস্য সহ বিভিন্ন সমিতির সদস্য ও শিশুরা। দিবসের আলোচনা সভায় আজকের শিশু দিবস সফল করতে এবং তাদের নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.