মাহমুদুল হাসান চৌহালী।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো, আমিনুল ইসলাম এর আগমন উপলক্ষে চৌহালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) দুপুরে চৌহালী উপজেলা পরিষদ হলরুমে পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত ইউএনও মো, হাসিবুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চৌহালী থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারিক, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো, রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার মোঃ শাহ আলম, মৎস্য অফিসার তানভীর হাসান মজুমদার, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, মেডিকেল অফিসার ডা, আসিফ মাহমুদ, মহিলা ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাও মো, রমজান আলী, সমাজ সেবা অফিসার মামুনুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সায়মা সুলতানা রুমি, বীর মুক্তিযোদ্ধা আতাব উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসান, সম্পাদক আঃ লতিফ, রফিক মোল্লা এনটিভি , শাকিল আহমেদ, খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ হেকমত আলী প্রমুখ। এ সময় জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট উপজেলার সকল মানুষের সহযোগিতা, উপজেলার উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা সহ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। পরে ঢেউ টিন ও কৃষি প্রনোদনা বিতরণ উদ্বোধন করেন।