চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের চৌহালীতে ঈদ পরবর্তী সময়ে চলাচলকারী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে একটি সিএনজি মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৪ এপ্রিল) বিকালে উপজেলার বেবীস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় রুখে দিলেন উপজেলা প্রশাসন। অভিযোগের ভিত্তিতে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে যানবাহনগুলোতে যাত্রীর চাপ তৈরি হয়েছে। এ সুযোগে পরিবহন মালিকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন, যাত্রীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। মোস্তাফিজুর রহমান জানান, ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় বড় অপরাধ। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে এমন অভিযোগে চৌহালী-নাগরপুর, চৌহালী-টাঙ্গাইল রুটে চলাচলকারী সিএনজি’কে তিন হাজার, টাকা জরিমানা করা হয়। যাত্রীদের সেবায় এ অভিযান চালানো হয়েছে। এছাড়াও যমুনা নদীর পুর্রতীরে চৌহালী নৌ-ঘাটে জনতার ঢল, বিনোদন মুখী মানুষের সেবাসহ ঈদের ফিরতি যাত্রা শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখা হবে।