চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সারা দশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা বিএনপির নেতৃত্বে চৌহালী সরকারি কলেজ মাঠ শহীদ মিনারে পুস্পত্ববক শেষে কুরকি বেবীট্যান্ড দলীয় কার্যালয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো, জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক মো, কারী ময়নুল ইসলাম, সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মো,ইউনুস সিকদার, উপজেলা শ্রমীক দলের সভাপতি মো, আঃ রহমান, সাধারণ সম্পাদক মো, খালেক পরামানিক,যুবদলের সভাপতি আরমান হোসেন হাবিব, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাপলা, হাসান মোল্লা, খাষপুখুরিয়া ইউনিয়ন শ্রমীক দলের সভাপতি মো, মাইন উদ্দিন, সাধারণ সম্পাদক মাইন বেপারী,খাষকাউলিয়া ইউনিয়ন শ্রমীক দলের সভাপতি মো, শুকুর মাহমুদ, সাধারণ সম্পাদক মো, নবী, বাঘুটিয়া ইউনিয়ন শ্রমীক দলের সভাপতি মো, মজনু মেম্বার, সাধারণ সম্পাদক মো, শফিকুল ইসলাম, উমারপুর ইউনিয়ন শ্রমীক দলের সভাপতি মো, মজিদ দর্জি, সাধারণ সম্পাদক মো, ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো, কাওছার, মো, হাসান মোল্লা, আহ কাদের, মো, শাপলা, কাওসার সহ উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দ।এছাড়াও শহীদের স্মরণ ও মর্যাদায় পুস্পত্ববক অর্পন করেন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, চৌহালী থানা, হাসপাতাল, এসবিএম কলেজ, উপজেলা বিএনপি, পল্লী বিদ্যুৎ সমিতি, পশু হাসপাতাল, উপজেলা শ্রমীক দল সহ উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং শহীদুল ইসলাম শহীদ ও মুন্নাফ আলীর নেতৃত্বে শহীদ মিনারে পুস্পত্ববক করেন।