মাহমুদুল হাসান চৌহালী।
দিনভর নানা কর্মসূচীর মধ্য দিয়ে সিরাজগন্জের চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের কর্মসূচীর শুভ সূচনা করা হয়। সূর্যদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন যথাক্রমে, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা বিএনপি, হাসপাতাল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে চৌহালী সরকারি কলেজ মাঠ চত্বরে বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এইচ এম খোদাদাদ হোসেন এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌহালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. জিন্নাহ , বীর মুক্তিযোদ্ধা মো. হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান, কৃষি অফিসার জাহিদুল ইসলাম, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো, জাহিদ মোল্লা ও সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম,

পরিসংখ্যান অফিসার সোহেল রানা, পল্লী উন্নয়ন অফিসার সেলিম হোসেন, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্র ধর, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশলী রিয়াজ হোসেন,শিক্ষা অফিসার মোঃ মুন্নাফ আলী, আঃ সালাম, পি আই ও হেকমত আলী প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা অভিভাবকসহ ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করে অতিথিরা।