মঙ্গলবার ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:১৩
শিরোনামঃ
শাহবাগ হাদি চত্বরে পিস্তল সহ যুবক গ্রেফতার। সারাদেশ কাপঁছে শীতে বাদ পড়েনি ঢাকা-দেখা মিলছেনা সূর্যের। নারায়ণগঞ্জ বন্দর ইস্পাহানিতে রমজান,রিপন,শুক্কুর,বাবুর চলছে জমজমাট মাদক ব্যবসা পাকিস্তানের হাইকমিশনার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সৌজন্য সাক্ষাৎ। ফ্যাসিস্টদের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের রাজনৈতিক দলে স্থান দিচ্ছে -স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে ডিসি এসপিকে জবাব দিতে হবে -শাহীন নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেন নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আজহারুল ইসলাম মান্নান বিয়ের নামে ৩ বছর ধরে প্রতারণা: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে উধাও কথিত স্বামী দেড় যুগ পর তিনি বাবার কবর জিয়ারত করেন-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

চৌহালীতে  ভূমি মেলা- উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৫, ২০২৫, ৬:২০ অপরাহ্ণ
  • ৮৮ ০৯ বার দেখা হয়েছে

মাহমুদুল হাসান- স্টাফ রিপোর্টার।

সিরাজগঞ্জের চৌহালী  উপজেলায় আজ রোববার  সকালে “ভূমি মেলা – ২০২৫” উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, গণশোনানী, আলোচনা সভা ও উদ্বোধন করা হয়েছে। চৌহালী  উপজেলার ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড, ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই ভূমি সেবা প্রদান চালু করা হয়। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল সেবার প্রচলন সম্পর্কে জনগণকে সচেতন করাই এই মেলার মূল উদ্দেশ্য। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালির   নেতৃত্বে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

র‍্যালির অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন, যাতে ভূমি সেবা সংক্রান্ত তথ্য ও সচেতনতামূলক বার্তা ছিল। র‍্যালি শেষে উপজেলা পরিষদ  মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান । তিনি বলেন, “ভূমি উন্নয়ন কর প্রদান ও জমির যথাযথ রক্ষণাবেক্ষণ প্রতিটি নাগরিকের দায়িত্ব। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্য সামনে রেখে ভূমি মেলার আয়োজন করা হয়েছে।” তিনি আরও বলেন, সরকার ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর আধুনিক ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এখন নামজারি, খতিয়ান যাচাই, মৌজা মানচিত্র প্রাপ্তি এবং ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন কার্যক্রম অনলাইনে করা যাচ্ছে। সাধারণ মানুষ যাতে ঘরে বসেই ভূমি সংক্রান্ত সেবা পেতে পারে এবং দালাল চক্রের শিকার না হয়, সে জন্যই এই ভূমি মেলার মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শাহাআলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত,  ইউআরসি অফিসার চঞ্চল কুমার মিস্ত্রি, বীর মুক্তিযোদ্ধা আঃ হান্নান, উপপ্রকৌশলী নাহিদ আহমেদ, একাডেমিক অফিসার খালিদ মাহমুদ, নির্বাচন অফিসার আঃ বাতেন, এসবিএম কলেজ এর অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, কৃষি মোবারক হোসেন, নায়েব জাহিদ, সার্ভিয়ার আলতাব, জানোয়ার হোসেন, তথ্য আপা প্রকল্পের তামান্না হক ও ক্ষেত্র সহকারী শফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা ভূমি সংক্রান্ত অনলাইন সেবার প্রসার এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সরকারের প্রশংসা করেন। এছাড়াও উপজেলায় দিয়ারা জরিপ যোগ্য ২৬ মৌজা খাজনায় আওতায় আনার আহবান জানান বক্তরা। মেলায় ভূমি অফিসের  পক্ষ থেকে স্টল স্থাপন করা হয়।যেখানে আগত দর্শনার্থীরা সরাসরি সেবা গ্রহণ এবং তথ্য সংগ্রহের সুযোগ পান। ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে প্রদর্শনীও আয়োজন করা হয়, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করে। পুরো অনুষ্ঠান জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সাধারণ জনগণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে এবং প্রশাসনের সঙ্গে জনগণের সেতুবন্ধন সুদৃঢ় করে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মেলা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell