চৌহালীতে মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার
মাহমুদুল হাসান, নিজস্ব প্রতিনিধি।
সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভাঙ্গন বিপর্যস্ত সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রশাসনের কর্মকতা, জনপ্রতিনিধি ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার( উন্নয়ন ও আইসিটি) মো: রেজাউল আলম সরকার । বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও প্রশাসক মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম কর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শাহাআলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল বারিক,
প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী, পরিসংখ্যান অফিসের চলতি দায়িত্ব অফিসার মো: সোহেল রানা, জৈষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম, চৌহালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, আনসার ও ভিডিপির প্রশিক্ষক আব্দুল মান্নান মৃধা,নির্বাচন অফিসার আবদুল বাতেন, অতিরিক্ত উপজেলা প্রকৌশলী মো: আলমগীর হোসেন জাইকার কালী কৃষ্ণ, ডিএসবির উপ পরিদর্শন এসআই আলী হোসেন, ও সিএ ইউসুফ আলী প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার বলেন, সরকারি কর্মকতা-কর্মচারীরা জনগণের সেবক। তাই তৃণমূলে জনগণকে সকল সেবা পৌঁছে দেওয়া আমাদের দ্বায়িত্ব।