মাহমুদুল হাসান- চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের চৌহালীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: শাহাআলম, মৎস্য কর্মকর্তা মো: তানভীর হাসান মজুমদার, পল্লী উন্নয়ন অফিসার মো: সেলিম রেজা, জনস্বাস্থ্য প্রকৌশল মো: রিয়াজ হোসেন, সমাজসেবা মামুনুর রহমান,যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্রধর, প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী,থানার উপ পরিদর্শক( এসআই) মাহমুদুল হাসান, উপ সহকারী প্রকৌশলী নাবিল আহমেদ, একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ,পরিসংখ্যান অফিসের চলতি দায়িত্ব অফিসার মো: সোহেল রানা, আনসার ও ভিডিপির প্রশিক্ষক আব্দুল মান্নান মৃধা,সমবায় অফিসার উজ্জ্বল ভূইয়া, ডা: ইব্রাহিম, আইসিটি কর্মকর্তা সম্পা কর্মকার, খাষকাউলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, ঘোড়জান ইউপি চেয়ারম্যান রমজান আলী, মো: আমিরুল ইসলাম প্রমুখ। এ বাল্যবিবাহ বন্ধে ও নৌকা ঘাটে ব্যাঙের ছাতার মতো ভ্যান পার্কিং বন্ধে সুনির্দিষ্ট আলোচনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা।