সিরাজগন্জের চৌহালী উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নের কোদালিয়া একটি ঐতিহ্যবাহী গ্রাম। সেই সাথে গ্রামটি খেলাধুলোর চর্চা আলাদা উল্লেখ্যের দাবি রাখে। সে চর্চার সূচনাকাল বলা যায় নব্বই দশককে। ওই দশক থেকেই গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া ফুটবল ডাং-গুলি, কবাডিকে পাশ কাটিয়ে আধুনিক খেলা ক্রিকেট একটু একটু করে শুরু হয়। পরে তা প্রবল আকার নেয়। “জয় কিংবা পরাজয় খেলাই শেষ কথা নয়, খেলোয়াড়দের মানসিকতাই আসল”এই প্রতিপাদ্যকে সামনে রেখে চৌহালীতে পুখুরিয়া কোদালিয়া বিদ্যালয়ে ঐতিহ্যবাহি খেলার মাঠ। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া ফুটবল মাঠ হিসেবে ব্যবহার করা হচ্ছে উপজেলা পরিষদ এর নিজস্ব জমিকে। কোদালিয়া বালুর মাঠ নামে পরিচিত জায়গায় ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে কোদালিয়া যুবসমাজ কর্তৃক আয়োজিত এই ম্যাচে মুখোমুখি হয় কোদালিয়া সিনিয়র বিবাহিত একাদশ বনাম জুনিয়র বিবাহিত ফুটবল একাদশ। সিনিয়র ফুটবল একাদশের ক্যাপ্টেন মো: আজহার মোল্লা নেতৃত্বে টস জিতে প্রথমে মাঠে নেমে জুনিয়র একাদশ নির্ধারিত ৪-১ গোলে হারিয়ে প্রথম পুরস্কার জিতে নেন। সিনিয়র বিবাহিত একাদশের ক্যাপ্টেন নেতৃত্বে ০১ গোল করতে সক্ষম হয়। নবাগত উপজেলা পরিষদ কমপ্লেক্স স্থাপনে টেন্ডার আহ্বান না থাকায় ফুটবল মাঠে খেলা উপভোগ করতে এলাকার শত শত দর্শক মাঠে উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুই দলের খেলোয়াড়দের সংবর্ধনা জানানো হয়। আয়োজকদের মতে, এই ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় তরুণদের মধ্যে ক্রীড়া চেতনা ও সৌহার্দ্য বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এলাকার যুব ও ছাত্র সমাজকে মাদকাসক্ত থেকে ধুরে রাখতে এলাকার কৃতি সন্তান রাজধানী ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মো: শাহাদত ফকির নিজ উদ্যোগে ঈদ শুভেচ্ছা অভিনন্দন ও বিনোদন মুলক এ ফুটবল খেলা আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, মোঃ আকবর আলী, চৌহালী ফাউন্ডেশন এর সভাপতি সাংবাদিক মাহমুদুল হাসান, মোহাম্মদ রফিক মোল্লা, মোয়াজ্জেম শিকদার, রবিউল ইসলাম, মোহাম্মদ হুমায়ুন, মো; মানিক মিয়া, মোঃ লিটন, মোঃ খোকন, মো: বাবু, মো: ফরিদ বিএসসি প্রমুখ। ### মাহমুদুল হাসান চৌহালী সিরাজগঞ্জ