জমজমাট আয়োজনে ব্যাপক উৎসাহ আর উচ্ছ্বাসের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গতকাল(২ফেব্রয়ারি) রবিবার সকালে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কবির এর সভাপতিত্বে চৌহালী সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি চৌহালীর আয়োজনে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী (ভার:ইউএনও) জুয়েল মিয়া। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্রধর,
পরিবার পরিকল্পনা অফিসার মোঃ গিয়াসউদ্দিন, একাডেমিক শিক্ষা অফিসার খালিদ মাহমুদ, সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফি উদ্দিন, চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল সরকার, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো, ইদ্রিস আলী, সুপার মুজাম্মেল, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মো, ফারুক হোসেন, ফাজিল মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক মো, আলী আকবর, কে আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আবুল খায়ের, পশ্চিম কোদালিয়া দাখিল মাদরাসা বিএসসি মো, ফরিদ,খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবু প্রমুখ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আর্কষণীয় উপহার প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ইউএনও জুয়েল মিয়া।