চৌহালীর খাষকাউলিয়া সুবিধাভোগীর মাঝে ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণ উদ্বোধন
স্টাফ রিপোর্টার,
যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলের খাষপুকুরিয়া ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ৩৬৫জন সুবিধাভোগীর মাঝে কার্ড ও ২ মাসের চাল বিতরণ করা হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্ড এবং চাল বিতরণ করা হয়।
খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে এ কার্ড ও চাল বিতরণে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্রধর, ইউপি সচিব, ইউপি সদস্য, সংরক্ষিত নারী ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।