সোমবার (২৪ ফ্রেব্রুয়ারি) দিনব্যাপী চৌহালী সরকারি কলেজ মাঠে প্রায় ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় ক্রিড়া প্রতিযোগিতা অংশ গ্রহণের মধ্যে দিয়ে ২০২৫ এর ক্রীড়াপ্রতিযোগিতা শেষ কর হয়। উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ এর সভাপতিত্বে, শিক্ষক ফিরোজ শাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ইঃ চঞ্চল কুমার সহকারী শিক্ষা অফিসার, শাহজাহান কবির, জাহাঙ্গীর আলম, শিক্ষক মশিউর রহমান, লুৎফর রহমান, মোকাদ্দেছ আলী, মো, গোলাম মস্তফা, জাহাঙ্গীর, মো, সায়েম, নুরুল ইসলাম, আল আমিন খন্দকার, আব্দুর রউফ, আবদুল হালিম, শেখ ফরিদসহ সকল শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে অনুষ্ঠান শেষে প্রতিযোগীয় বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।