পোমরা ছাইনীপাড়া আসহাবুল ইয়ামিন প্রবাসী ও যুব পরিষদের উদ্যোগে রামাদান ফুড গিফট ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার ১০ই মার্চ কালারাজা বায়তুল মামুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে এই ইফতার মাহফিল আয়োজন করেন। গরিব ও অসহায়দের মাঝে ৪০টি অধিক ব্যক্তিদের রমযানে ইফতার সামগ্রী বিতরণ ও এলাকাবাসী নিয়ে ইফতার আয়োজন করেন
আসহাবুল ইয়ামিন সংগঠনটি। এই সময় দোয়া ও মুনাজাত কিয়াম পরিচালনা করেন কালারাজা বায়তুল মামুর শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস শাকুর। তিনি বলেন-মাহে রামাদান মহান রবের পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য বিশেষ নিয়ামত,তাকওয়ার পরিশুদ্ধ মাস, রমজানে সিয়াম পালন শুধু আমাদের জন্য নয় বরং পূর্ববর্তীদের জন্যও অত্যাবশ্যকীয় ছিল। আমরা যাতে তাকওয়া অর্জন করতে পারি, সেজন্যই রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে। তাই পবিত্র রমজান মাসে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে তাকওয়ার সমাজ প্রতিষ্ঠায় সবাইকে আত্মনিয়োগ করতে হবে।