নগর সংবাদ।। সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকের কৈতক ২০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মোঃ শামস উদ্দিন। মঙ্গলবার দুপুরে হাসপাতাল পরিদর্শন করেন তিনি। হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের পরিচ্ছন্নতা, পরিবেশ ও স্বাস্থ্যসেবার মান নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা সাচ্ছন্দ্যে দায়িত্ব পালনে করে যাচ্ছেন। হাসপাতালের ভালো পরিবেশের কারণে স্থানীয়রাও সন্তোষ প্রকাশ করেছেন। হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালে কর্মরত ডাক্তারদের করোনাকালীন এ সময়ে চিকিৎসাসেবা প্রদানে দ্রুততার সহিত কাজ করার পরামর্শ দেন সিভিল সার্জন। এসময় তিনি এক সপ্তাহ’র মধ্যে কৈতক হাসপাতালে কোভিড-১৯ নমুনা সংগ্রহ ও ভ্যাক্সিন প্রদান ইউনিট চালু করার আশ্বাস দিয়েছেন। হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের আরএমও ডা. সাইদুল ইসলাম, ডা. নাজমুল ইসলাম, ডা. সুহেল আহমদ, ডা. মারুফ আহমদ, অফিস সহকারী সঞ্জয় কুমার দাস সহ হাসপাতালের স্টাফ-কর্মচারীরা উপস্থিত ছিলেন। কৈতক ২০ শয্যা হাসপাতালের আরএমও ডা. সাইদুল ইসলাম জানান, হাসপাতালের বর্তমান পরিবেশ ও চিকিৎসাসেবা সহ সকল কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।##