প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২১, ১২:৫৮ পূর্বাহ্ণ
ছাতকের পল্লীতে নিয়ন্ত্রন হারিয়ে টমটম খাদে চালকের মৃত্যু
নগর সংবাদ।।ছাতক প্রতিনিধিঃ ছাতকে নিয়ন্ত্রন হারিয়ে ব্যাটারী চালিত টমটম খাদে পড়ে চালকের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার সিরাজগঞ্জ - কামারগাঁও সড়কের জাউয়াবাজার ইউনিয়নের কৈতক পয়েন্ট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত টমটম চালক নজরুল ইসলাম(৪৫) সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের পুত্র বলে জানা গেছে। স্থানীয়রা জানান, কৈতক পয়েন্ট থেকে যাত্রী নিয়ে সিরাজগঞ্জ বাজারে যাওয়ার সময় সড়ক পাড়ি দেয়ার সময় একটি ষাঢ় গরুর ধাক্কায় নিয়ন্ত্রন হারিয়ে টমটমটি খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন যাত্রীদের উদ্ধার করলেও গাড়ীর নিচে চাপা পড়ে চালক নজরুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ##
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.