প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২১, ১২:৩০ পূর্বাহ্ণ
ছাতকের সাঈদ আলী সৌদি আরবে দীর্ঘদিন ধরে নিখোঁজ ।।
নগর সংবাদ।।সেলিম মাহবুব,ছাতকঃ ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিলপার গ্রামের বাসিন্দা মৃত ইসকন্দর আলী'র পুত্র সাঈদ আলী ওরফে নূর মিয়া সৌদি আরবে নিখোঁজ রয়েছেন। দীর্ঘদিন ধরে দেশের বাড়ির সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৩ মাস আগে সৌদি আরবের একটি জেল হাজতে ছিলেন তিনি। জেল হাজতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে জেদ্দা এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ হাসপাতাল থেকেই তিনি নিখোঁজ হয়েছেন বলে পরিবারের লোকজনের ধারণা। তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ৩ মাস অতিবাহিত হলে সৌদি আরবে প্রবাসে থাকা আত্মীয়-স্বজন ও এলাকার লোকজনের মাধ্যমে খোঁজ খবর নিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায় নি। বাড়ীর আত্মীয়-স্বজনের সাথে কোনো যোগাযোগ না থাকায় ভেঙ্গে পড়েছেন পরিবারের লোকজন। সৌদি প্রবাসে থাকা এলাকার লোকজনের প্রতি নিখোঁজ ব্যক্তির সন্ধানে সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের লোকজন।##
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.