ছাতক প্রতিনিধিঃ ছাতকে চলমান কঠোর লকডাউনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মানবিক সহায়তা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ১৩ ইউনিয়ন ৬ হাজার ৫শ জন গরীব ও অসহায় পরিবারের মাঝে এসব উপহার বিতরণ করা হবে। মঙ্গলবার সকালে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে ৫শ জন গরীব ও অসহায়দের মধ্যে নগদ ৫০০ টাকা ও একটি করে মাস্ক প্রদান করে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। এসময় উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, ইউপি সদস্য-সদস্যা ও উপকারভোগীরা লোকজন উপস্থিত ছিলেন। ##