প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২১, ১২:২০ পূর্বাহ্ণ
ছাতকে ঝিগলীতে সংঘর্ষের ঘটনায় দায়েরী মামলার আসামী গ্রেফতার ২
নগর সংবাদ।। সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকের ভাতগাও ইউনিয়নের ঝিগলী গ্রামে দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামী নজির আহমদ (৩৭) ও সুর উদ্দিন (৪৭) কে গ্রেফতার করেছে পুলিশ। নজির আহমদ ঝিগলী-খঞ্চনপুর গ্রামের ওয়াজিদ আলীর পুত্র ও সুর উদ্দিন ঝিগলী-মাঝপাড়া গ্রামের ফয়জুল করিমের পুত্র। ছাতক থানার এসআই হাবিবুর রহমান পিপিএম দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভুরুমপুর গ্রাম থেকে সোমবার রাতে তাদের গ্রেফতার করেন। গত ৪ জুলাই ভাতগাও ইউনিয়নের ঝিগলী গ্রামে আজিজুর রহমান ও আবুল হাসনাত পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হন ১২ জন। এ ঘটনায় জিয়াউর রহমান বাদী হয়ে ছাতক থানায় ৫২ জনের বিরুদ্ধে একটি মামলা (নং-০২) দায়ের করেন। এ মামলার পলাতক আসামী দু'জনকে পুলিশ গ্রেফতার করেছে। জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পলাশ চন্দ্র দাস জানান, গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার বাদী জিয়াউর রহমান জানান, সংঘর্ষের সময় অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি।##
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.